Principal
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বছরে প্রত্যেক উপজেলা থেকে গড়ে ১০০০ জন দক্ষ কর্মী বিদেশ প্রেরণের ভিশন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,(টিটিসি) নীলফামারী। এছাড়া প্রতিষ্ঠানটি জন্মলগ্ন (২০১৬ ইং) থেকে পিছিয়ে পড়া উত্তরের জনগোষ্ঠি “ দীপ্তমান নীলফামারী”র বেকারত্বের হার হ্রাস কল্পে অত্র এলাকার অদক্ষ বেকার যুবক/যুবতীদের বিভিন্ন বিষয়ে সময় উপযোগী আধুনিক মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে বেকার যুবক/যুবতীদের দেশ-বিদেশে চাকুরির সুযোগ সূষ্টি করে আসছে।